মোংলা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগ মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে বিশাল কর্মীসমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সমাবেশে সভাপতিত্বে করেন পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমানের। সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার আকতার ফারুক, আওয়ামীলীগ নেতা মোল্লা তারিকুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুস সালাম প্রমূখ।

 

কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা পোর্ট পৌরসভায় ১০ বছর যাবৎ  বিএনপি জামাতের লোকেরাই নিয়ন্ত্রন করেছে।একাধিক প্রার্থী থাকায় এবং নিজেদের অভ্যন্তরীন কোন্দলে গতবার পৌরসভার সবগুলো ওয়ার্ডেই বিএনপি জামায়াতের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এবার আর তা হবে না দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনিই মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচন করবেন। কেউ যদি সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করতে চান তাহলে নিজ দায়িত্বে করবেন। সংগঠনে তাদের আর জায়গা হবেনা। এ সময় মেয়র আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন মোংলা বন্দরের যত উন্নয়ন সব আওয়ামীলীগ সরকার করেছে। কিন্তু সেই অনুযায়ী পৌরসভার ভোটাররা আওয়ামীলীগকে ভোট দেয় নাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে