নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, গত এক দশকে প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা ও ৫০০ বেশি নেতাকর্মী গুমের শিকার হয়েছে। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে বিশ্বসম্প্রদায়সহ জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন মির্জাফখরুল। একইসাথে ঘটনা তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

২০০৯ সাল থেকে ‘গুম’ হওয়ার ঘটনাসমূহ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্দেশ্যে সংবাদ ব্রিফিং এবং এর খসড়া জাতী সংঘের কাছে প্রেরণের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এইঘটনাগুলো সম্পর্কে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংবাদ সম্মেলন করে ব্রিফিং করেছি। আমাদের দলীয় প্রধান এর খসড়া জাতিসংঘকে পাঠিয়েছেন।কিন্তু দুর্ভাগ্যজনক কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয়া হয়নি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে