বাংলাদেশে করোনা পরিস্থিতি আগামীতে আরো খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার মেডিকেল জার্নাল- ‘ল্যানসেট।’ তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর চূড়ান্ত খারাপ সময় এখনো আসেনি। দেশের কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই প্রতিবেদনের সাথে একমত পোষণ করে বলেন, করোনা সংক্রমণ রোধে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হতে হবে।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশে বর্তমান চিত্রটি কেমন? তা তুলে ধরেই নিবন্ধটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী ‘দ্য ল্যানসেট’। যাতে বলা হয়েছে বাংলাদেশে করোনার খারাপ চূড়ান্ত সময় এখনো আসেনি।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, একদিকে বর্ষা, অন্যদিকে ডেঙ্গু; এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়তে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার দ্য ল্যানসেটকে বলেন, করোনা  অতিমারি দেশের ‘স্বাস্থ্যসেবা খাতের অনৈতিক চিত্র’ উন্মোচিত করেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুহাম্মদ আব্দুস সবুর টেস্টের জন্য ফি নির্ধারণ করার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এর ফলে গরীবদের জন্য টেস্ট করানো এখন কষ্টকর।

এদিকে, ভাইরোলজি বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের গ্রামাঞ্চলে করোনার প্রকোপ নেই। কিন্তু সামনের দিনগুলোতে গ্রামেও ছড়াবে বলে আশংকা তার। প্রতিবেদনে বলা হয়েছে, ফি নির্ধারণের পর করোনার নমুনা পরীক্ষার হার কমে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে