ক্রীড়া ডেস্ক:
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (৩১শে মার্চ) স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ সময় দুপুর ২টায় হলিউডবেটস কিংসমিড স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলে যান্ত্রিক ত্র“টি কারণে খেলা শুর হতে কিছুটা দেরি হয়।
এদিকে, তামিম ইকবালের একাদশে থাকার কথা থাকলেও পেটে পীড়ার কারণে তিনি নেই বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
তামিমের জায়গায় খেলছেন সাদমান ইসলাম। তার সঙ্গে অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। হালকা ইনজুরি সমস্যা থাকায় একাদশে জায়গা হয়নি তরুণ পেসার শরিফুল ইসলামের। তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে অপর পেসার খালেদ আহমেদ।
এক নজরে বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও খালেদ আহমেদ ।