ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্যারিবিয়ান অঞ্চল সফরে বাংলাদেশ দু’টি টেস্ট, টি-টোয়েন্টি ও তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলবে। ১৬ই জুন থেকে ১৬ই জুলাই পর্যন্ত হবে দুই দলের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই মিশন শুরু হবে টেস্ট দিয়ে। ১৬ থেকে ২০শে জুন অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট।
এরপর ২৪শে জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট।এরপর ক্যারিবিয়দের বিপক্ষে ২, ৩ ও ৭ই জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সফরের শেষ অংশে থাকছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গায়ানায় ১০, ১৩ ও ১৬ই জুলাই ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।