ক্রীড়া ডেস্ক:

 দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল (১৫ই মে) ১০টায় খেলা শুরু। ২ ওভার ৩ বলে বিনা উইকেটে ১৪ রান করেছে শ্রীলংকা।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, তিনিও টস জিতে আগে ব্যাটিং নিতেন। তবে এখন আগে বোলিং পাওয়ায় প্রথম ঘণ্টায় থাকা উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (ডাব্লু), রমেশ মেন্ডিস, অসিথা ফার্নান্দো, লাসিথ এমবুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে