আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের নারীদের গড় আয়ু ৭৫ বছর বলে জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। আর পুরুষের গড় আয়ু ৭১ বছর।
ইউএনএফপিএ তাদের বার্ষিক প্রকাশনা ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১-তে এই তথ্য দিয়েছে। স¤প্রতি এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
তবে এই প্রতিবেদনের পরিসংখ্যানের সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে কিছুটা দূরত্ব রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। আর পুরুষের ৭১ দশমিক ১ বছর।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। বছরে জনসংখ্যা বাড়ছে ১ দশমিক ১ শতাংশ হারে। আর, দেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৩ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।