ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশের রানের পাহাড়ের জবাবে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেই প্রথম ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা।

দুই ওপেনার লাহিরু থিরিমান্নে এবং অধিনায়ক দিমুথ করুণারত্নে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন। আস্থার সাথে খেলে এই জুটি যোগ করেন ১১৪ রান। টেস্ট ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি পাওয়া থিরিমান্নেকে ৫৮ রানে ফেরান বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলের ১৫৭ রানে দ্বিতীয় উইকেটে হারায় শ্রীলঙ্কা। তাসকিনের শিকার হন ওসাধা ফার্নান্ডো। অন্যপ্রান্তে অধিনায়ক দিমুথ করুণারত্নে দেখে শুনে খেলতে থাকেন সফরকারী দলের বোলারদের।

এর আগে সকালে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪ উইকেটে ৪৭৪ রানে দিন শুরু করে সফরকারী দল। মুশফিকুর রহিম পান টেস্ট ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক। এতে বাংলাদেশ দলের সংগ্রহ ৫’শ অতিক্রম করে। টেস্ট ক্যারিয়ারের ৮ম অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাশও। তিনি আউট হন ৫০ রানে। আর মেহেদী মিরাজ ৩ রানে আউট হন। মধ্যাহ্ন বিরতির আগেই ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। মুশফিক ৬৮ ও তাসকিন ৬ রানে অপরাজিত থাকেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে