খুলনা প্রতিনিধি ঃ
খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বাঙালি জাতির জীবনে একটি শোকবাহ ও বেদনার দিন ১৫ আগস্ট। বঙ্গবন্ধু তার জীবন বিসর্জন দিয়ে বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তিনি তার কৈশোর থেকে আমৃত্যু পর্যন্ত আন্দোলন সংগ্রাম ও বারবার কারাবরণ করে শোষিত নিপীড়িত পরাধীন একটি জাতিকে স্বাধীন ভুখন্ড উপহার দিয়েছিলেন।
তিনি আরও বলেন, সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন নেতৃত্ব দিয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই স্বাধীন বাংলাদেশের সূর্যকে অস্তমিত করার জন্য ৭১ এর পরাজিত শক্তি ও এদেশী ঘাতক দালালদের ষড়যন্ত্রে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটায়। সে হত্যাকাণ্ড থেকে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বহু চড়াই উৎরাই ও ঘাতপ্রতিঘাত মোকাবেলা করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন।
রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার বেলা ১১টায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় র্যালী ও আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,
মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল,বন কর্মকর্তা মো:মজিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা নাসির আহমেদ, বিশিষ্ট ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য আ:মজিদ ফকির,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা আ:মালেক,হরশিত বিশ্বাস, শিক্ষক রতন দেবনাথ, আওয়ামীলীগ নেতা স ম জাহাঙ্গির,আকতার ফারুক, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, শারমিন সুলতানা রুনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, সাংবাদিক এম মুরশিদ আলী, ফ ম আইয়ুব আলী, আ:মজিদ শেখ, মাধুরি রায়সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
অনুষ্টান শেষে যুব ঋণবিতরণ,গাছের চারা,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর পৃর্বে বঙ্গবন্ধুর পতিকৃতিত্বে মাল্যদান করা হয়।