সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস বলেছেন, এই স্বাধীন বাংলাদেশকে যারা আবারও পাকিস্তান বানাতে চান তারা সাবধান হয়ে যান আপনাদের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে বঙ্গবন্ধুর সৈনিকেরা বসে থাকবেনা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে বঙ্গবন্ধুর একচুল সৈনিক যদি বেঁচে থাকে তাহলে আপনাদের সে আশা কখনো পুরণ হবেনা। সিংড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে রবিবার সকালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এই কথাগুলো বলেন।

মেয়র ফেরদৌস বলেন,আজকে যদি বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে এই স্বাধীন বাংলাদেশে বসে আপনারা যে ষড়যন্ত্র করছেন তা করতে পারতে না। জাতির জনক বঙ্গবন্ধু একজন খাটি মুসলমান ছিলেন। ইসলাম প্রতিষ্ঠা ও প্রসারের লক্ষে তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বিশ্ব ইজতেমার জায়গা নির্ধারণ করে দিয়েছেন। সেই বঙ্গবন্ধুর স্মৃতিকে আপনারা মুছে ফেলার ষড়যন্ত্র করছেন। একাত্তর সালেও আপনারা এই কাজটাই করেছিলেন। পাকিস্তানের দালাল হয়ে নিরহ বাঙালী মা বোনদের উপর নির্যাতন করেছেন। আপনারা বলেন তো ইসলামের জন্য আপনারা কি কাজ করেছেন। কয়টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কয়টা মাদ্রাসায় অনুদান দিয়েছন?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে