Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁকুড়া জুড়ে ইয়াসের তাণ্ডব : যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ৩১৪ Time View

ডঃসুবীর মণ্ডল বাঁকুুুড়া জেলা প্রতিনিধি:

সকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত  চলেছে  একনাগাড়ে  ভারী বর্ষণ। বর্ষণে জনজীবন বিপর্যস্ত। ২২টি ব্লক নিয়ে বাঁকুুুড়া জেলা। ইয়াসের তাণ্ডবলীলায় বিধ্বস্ত জেলা।

কম- বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে  সমস্ত  ব্লক। ফসলের ক্ষতি সবচাইতে বেশি। সবজি চাষের  ক্ষতি হয়েছে  ব্যাপক।  তিল চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আম নষ্ট হয়েছে  প্রচুর। সাবড়াকোন, সিমলাপাল, খাতড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী,  ইন্দপুর, ইন্দাস, রাইপুর, রানিবাঁধের পাকা ধানের  ক্ষেতে  জল জমে ক্ষতিগ্রস্ত  হয়েছে ধান।  বন্ধে চেহারা নিয়েছে  সমগ্র জেলা। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাটির বাড়ি  ভেঙে পড়েছে।  সড়ক পথ গাছ পড়ে অবরুদ্ধ। রাস্তা পরিষ্কারে সেনাবাহিনী পৌঁছেছে রানিবাঁধের জঙ্গল ছুঁয়ে থাকা বিভিন্ন স্থানে।  জনজীবন  স্বাভাবিক করার চেষ্টা করছে  জেলা ও মহকুমা এবং ব্লক প্রশাসন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। জীবন বাজি রেখে জীবন বাঁচানোর অদম্য প্রয়াস। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গুলি পরিবার অসহায় হয়ে পড়েছে ।  স্থানীয় এম,এলে তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য  সরবরাহ প্রতিমন্ত্রী শ্রীমতি জ্যোস্না মাণ্ডির নেতৃত্বে প্রতিটি ত্রাণ শিবিরে খাদ্য ও ওষুধপত্র  এবং জল পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।     , ৯৬৩৫৩৬৭৭৭২, ৮০০১৬৪৬৭৪৬) ফোন করে জানালে,  প্রশাসন  সাহায্যের জন্য  প্রস্তুত  | খাতড়া মহকুমার  ৮ টি ব্লকের ব্লক প্রশাসন যাদের কাঁচা  মাটির বাড়ি  ,তাদেরকে  বিভিন্ন  সরকারি ও বেসরকারি  স্কুলের  পাকা বাড়িতে থাকার ব্যবস্থা করেছে।

সেই সঙ্গে খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। খাতড়া  শহরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লাইফ লাইনের  সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টাকে অকুণ্ঠ সমর্থন করছে  শহরবাসী। ব্যক্তিগত উদ্যোগে  দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন  বেশ কিছু  সমাজের সমাজসেবী  মানুষ।

এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার  সঙ্গে  ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের কয়েকটি  স্কুলে আছেন  কয়েক হাজার মানুষ। সরকারি ও বেসরকারি উদ্যোগ  এই মুহূর্তে প্রশংসনীয়। উদ্ধার কারি দল তৈরি আছে। নিচু এলাকার মানুষের কাছে  পলিথিন, খাদ্য  পৌঁছানোর জন্য তৎপরতা কোন অভাব নেই।

কন্টোলরুম ২৪  ঘন্টা  খোলা আছে। করোনার আবহে  মানুষের দুর্ভোগের পরিমাণ যতটা সম্ভব কমানোর চেষ্টায়  খাতড়া মহকুমা  প্রশাসন সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমে মানুষকে মাইকিং করে   বারবার  সতর্ক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায়  জশের তাণ্ডব লীলার বিরুদ্ধে আপোসহীন লড়াই করতে বদ্ধপরিকর  স্থানীয় প্রশাসন ও  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

উমামেডিকেল ওয়ার্ল্ড” আগামী (25/05/201-26/05/2021) 24 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে।দোকানের নির্দিষ্ট টাইম সকাল ৮টা থেকে রাত্রি ১০:৩০ এর পর দোকানের নাম্বারে ফোন করে মেডিসিন পাওয়া যাবে। তাছাড়া এই দুই দিন খাতড়ার সারাউন্ডিং 10 কিলোমিটার মধ্যে প্রেগনেন্সি বা অন্য মেডিকেল ইমারজেন্সিতে হসপিটালে এডমিশনের প্রয়োজন হলে 24 ঘন্টা গাড়ি পাওয়া যাবে। আর্থিক দিক দিয়ে দুর্বল মানুষের জন্য কোন ভাড়া লাগবে না। মোবাইল নাম্বার 7872414514,9732171000

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

বাঁকুড়া জুড়ে ইয়াসের তাণ্ডব : যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু

Update Time : ০৪:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

ডঃসুবীর মণ্ডল বাঁকুুুড়া জেলা প্রতিনিধি:

সকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত  চলেছে  একনাগাড়ে  ভারী বর্ষণ। বর্ষণে জনজীবন বিপর্যস্ত। ২২টি ব্লক নিয়ে বাঁকুুুড়া জেলা। ইয়াসের তাণ্ডবলীলায় বিধ্বস্ত জেলা।

কম- বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে  সমস্ত  ব্লক। ফসলের ক্ষতি সবচাইতে বেশি। সবজি চাষের  ক্ষতি হয়েছে  ব্যাপক।  তিল চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আম নষ্ট হয়েছে  প্রচুর। সাবড়াকোন, সিমলাপাল, খাতড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী,  ইন্দপুর, ইন্দাস, রাইপুর, রানিবাঁধের পাকা ধানের  ক্ষেতে  জল জমে ক্ষতিগ্রস্ত  হয়েছে ধান।  বন্ধে চেহারা নিয়েছে  সমগ্র জেলা। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাটির বাড়ি  ভেঙে পড়েছে।  সড়ক পথ গাছ পড়ে অবরুদ্ধ। রাস্তা পরিষ্কারে সেনাবাহিনী পৌঁছেছে রানিবাঁধের জঙ্গল ছুঁয়ে থাকা বিভিন্ন স্থানে।  জনজীবন  স্বাভাবিক করার চেষ্টা করছে  জেলা ও মহকুমা এবং ব্লক প্রশাসন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। জীবন বাজি রেখে জীবন বাঁচানোর অদম্য প্রয়াস। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গুলি পরিবার অসহায় হয়ে পড়েছে ।  স্থানীয় এম,এলে তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য  সরবরাহ প্রতিমন্ত্রী শ্রীমতি জ্যোস্না মাণ্ডির নেতৃত্বে প্রতিটি ত্রাণ শিবিরে খাদ্য ও ওষুধপত্র  এবং জল পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।     , ৯৬৩৫৩৬৭৭৭২, ৮০০১৬৪৬৭৪৬) ফোন করে জানালে,  প্রশাসন  সাহায্যের জন্য  প্রস্তুত  | খাতড়া মহকুমার  ৮ টি ব্লকের ব্লক প্রশাসন যাদের কাঁচা  মাটির বাড়ি  ,তাদেরকে  বিভিন্ন  সরকারি ও বেসরকারি  স্কুলের  পাকা বাড়িতে থাকার ব্যবস্থা করেছে।

সেই সঙ্গে খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। খাতড়া  শহরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লাইফ লাইনের  সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টাকে অকুণ্ঠ সমর্থন করছে  শহরবাসী। ব্যক্তিগত উদ্যোগে  দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন  বেশ কিছু  সমাজের সমাজসেবী  মানুষ।

এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার  সঙ্গে  ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের কয়েকটি  স্কুলে আছেন  কয়েক হাজার মানুষ। সরকারি ও বেসরকারি উদ্যোগ  এই মুহূর্তে প্রশংসনীয়। উদ্ধার কারি দল তৈরি আছে। নিচু এলাকার মানুষের কাছে  পলিথিন, খাদ্য  পৌঁছানোর জন্য তৎপরতা কোন অভাব নেই।

কন্টোলরুম ২৪  ঘন্টা  খোলা আছে। করোনার আবহে  মানুষের দুর্ভোগের পরিমাণ যতটা সম্ভব কমানোর চেষ্টায়  খাতড়া মহকুমা  প্রশাসন সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমে মানুষকে মাইকিং করে   বারবার  সতর্ক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায়  জশের তাণ্ডব লীলার বিরুদ্ধে আপোসহীন লড়াই করতে বদ্ধপরিকর  স্থানীয় প্রশাসন ও  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

উমামেডিকেল ওয়ার্ল্ড” আগামী (25/05/201-26/05/2021) 24 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে।দোকানের নির্দিষ্ট টাইম সকাল ৮টা থেকে রাত্রি ১০:৩০ এর পর দোকানের নাম্বারে ফোন করে মেডিসিন পাওয়া যাবে। তাছাড়া এই দুই দিন খাতড়ার সারাউন্ডিং 10 কিলোমিটার মধ্যে প্রেগনেন্সি বা অন্য মেডিকেল ইমারজেন্সিতে হসপিটালে এডমিশনের প্রয়োজন হলে 24 ঘন্টা গাড়ি পাওয়া যাবে। আর্থিক দিক দিয়ে দুর্বল মানুষের জন্য কোন ভাড়া লাগবে না। মোবাইল নাম্বার 7872414514,9732171000