বসন্ত উৎসবের খবর
মহীতোষ গায়েন
আমাদের দোল রংহীন থাকে এই বসন্ত উৎসবে
রংহীন যাদের জীবনযাপন তাদের সাথেতে রবে,
অর্থ-পিশাচ সব মানুষেররা রংএর খেলাতে মাতে
আমাদের হোলির কান্না শুধু চোখের পাতার রাতে।
আমরা থাকি আজীবন ধরে লড়াই আর সংগ্রামে
তোমরা সব বাবুর দল পা দুলিয়ে চোব্যচোষ্য খাবে?
আমরা ফলাই সোনার ফসল তোমরা ঘরে তোলো
আমরা সবাই অভূক্ত থাকি তোমরা অতীত ভোলো।
আমরা বানাই অট্টালিকা কলকারখানা বাড়ি গাড়ি
ফুটপাতে থাকি চালচুলোহীন সব ঘর সংসার ছাড়ি,
বাহারি রংয়ে রাঙিয়ে তোমরা মজলিসে সবাই থাক
লাঞ্ছিত আমরা শোষিত,রক্ত ঝরা খবর এসব রাখো?