বসন্তবিলাপ
মহীতোষ গায়েন
বিলাপ নয় বসন্তদূতীর জন্য সংলাপ…
গেলবার সলজ্জ এসে বিরহের নাটক
শুনিয়ে আচমকা আহত হৃদয় নিঃসৃত
স্বরলিপি চুরি করে গানে বসিয়েছিল।
এবার আসলে বোঝাপড়া হবে হিসেব,
আচমকা শিরস্ত্রাণ খুলে গোপনে বিক্রি
করার মতলব ফাঁস করে দেওয়া হবে,
তাতে মর্যাদা বাড়বে ছাড়া কমবে না।
বসন্তদূতী জানবে রহস্যময় সুন্দরের
ভীষণ জেহাদ;দুর্বল মেঘ ঘনীভূত হয়ে
প্রচণ্ড দুর্যোগের মধ্যে যাবতীয় অশুভ
প্রয়াসকে নিমজ্জিত করবে অনায়াসে।
শীতের শেষ নির্জন নির্লোভী রাত সুদৃঢ়
অঙ্গীকারে রচে যাবে সারস্বত সংলাপ,
শিমুলের পলাশের ডালে ডালে ধ্বনিত
হবে ঝরা পাতা ও হলুদ পাখিদের গান।
সরবৃত্ত,অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দ পুষ্ট
হবে,অমরত্ব পাবে হৃদয়ের সব কবিতা,
ছলনার শয্যায় শায়িত বসন্তদূতী বুঝবে
বসন্তদূতের হৃদয় দুর্বল নয় শক্তিশালী।