বলির পাঁঠা
-বিচিত্র কুমার
করোনাতে যাদের চাকরীর বয়স
যাচ্ছে চলে ধুকে ধুকে,
তারা কী আর পাবে ফিরে
আশার কথা শুনতে মুখে?
কী যে হবে আমাদের
তা কে বলতে পারে?
সুসময় যাচ্ছে চলে
বসে বসে বন্দি ঘরে।
কেউ ভাবেনা আমাদের কথা
বুকের ভিতর ভীষণ ব্যাথা,
বলবো কারে মনের কথা
আমরা হলাম বলির পাঁঠা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে