বর্ষা

শাহরিন সুলতানা

মন খারাপে বাতায়ন যবে ছুটে চলে
ছোট বড় গাছপালা সব নত্যে দোলে
আকাশ পানে ঘুড়ির মেলা
কৃষ্ণ উষ্ণ মেঘের ভেলা
তা দেখিতেই হোঁচট খেয়ে
ঝড় তুফান সব পড়ল নুয়ে
হাত বাড়াতে এলো ধেয়ে
বর্ষা, বৃষ্টি শ্রাবনের মেয়ে
শো শো শব্দ কেঁদে কেঁদে হলো জব্দ
পুকুর দিঘি উঠল ভেসে
সবুজতার ঝিলিমিলি আপন দেশে
মিষ্টি রোদ্দুরে আঁখি মেলে
নিত্য কাজে সবি এলে
ঘরের বধূ ঘাটে চলে
কোলে শিশু বুলি বুলে
কে পড়েছে হোঁচট খেয়ে?
শুনে সবাই এলো ধেয়ে
কুটি কুটি সব হেসে কয়
পিচ্ছিল পথ দূর্জয়
সবুজতায় ভাসে নতুনতা
রোদ্দুরের মিষ্টি হাসিতে
পাখপাখালির কথা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে