বাল্য বিয়ের দায়ে বর-কনের সেফ হোম আর উভয় অভিবাভকদের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেছেন বগুড়ার শাজাহানপুরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাজাহানপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আশিক খান এই রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের সিঙ্গারপাড়া এলাকায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে দণ্ড প্রদান করা হয়। গত ১৮ সেপ্টেম্বর এ বাল্য বিয়ে সংঘটিত হয়।
অপ্রাপ্ত বয়স্ক বর পারভেজ (১৪) ও কনে সুমাইয়া আক্তার (১৫) উভয়কেই বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (২) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পারভেজকে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে এবং কনেকে রাজশাহীর সেফ হোমে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
এ বাল্যবিবাহ সংগঠনে সহায়তা করায় মেয়ের বাবা ছোলেমান মণ্ডল (৪৫) এবং ছেলের মামা শাহাদত হোসেনকে (৩৫) বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং উভয়কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আশিক খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।