সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান, কাজী ও স্থানীয় সাংবাদিকসহ ৯ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
২১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে জামিন নিতে আদালতে গেলে বালিয়াডাঙ্গী দওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, কাজী আব্দুল কাদের ও স্থানীয় সাংবাদিক আবুল কালামসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, একটি শালিসের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলা চাড়োল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের খাদেমুল ইসলামের নাবালিকা মেয়ের সঙ্গে একই গ্রামের মিজানুর রহমান (২৬) বিয়ে হয়।
এবিষয়ে মিজানুর রহমান জানান নাবালিকা মেয়ের সঙ্গে জোরপূর্বক আমার বিয়েটি দেওয়া হয়েছে জানিয়ে ঠাকুরগাঁও জজকোর্টে ৯ জনকে আসামি করে একটি মামলা করেন।
মিজানুর আরো জানান, অন্যায়ভাবে একটি বিচার শালিসের নামে আমাকে একটি নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তাই এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি।
আপরদিকে পুরো বিষয়টিকে রহস্যজনক বলে এর সঠিক তদন্ত দাবি করেছেন আসামির স্বজনরা তাদের দাবি, যে মেয়েটিকে নাবালিকা বলা হচ্ছে তার আগে একটি বিয়ে হয়েছিল এটি তার দ্বিতীয় বিয়ে তাহলে সে কীভাবে নাবালিকা হয়?