নিজস্ব প্রতিবেদক : বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শিল্পীর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় শুক্রবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ আসে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তবে তারা জানিয়েছেন, আইসিইউতে থাকলেও মুর্তজা বশীরের শারীরিক অবস্থা ভালো রয়েছে।
তবে, চিকিৎসকরা তাকে প্লাজমা দেয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন শিল্পীর মেয়ে। তার রক্তের গ্র“প ‘ও’ পজেটিভ। একইসাথে শিল্পীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
২০১৩ সাল থেকে ফুসফুসের সমস্যা ভুগছেন চিত্রশিল্পী মুর্তজা বশীর।