বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে ধর্ম বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করেছেন চরপত্তনিয়া এলাকার বাসিন্দা নির্যাতিতার মা। 

জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা শেখ মনির হোসেন জীবন (২৯) নামে ওই যুবককে আটক করে বরিশাল মহানগরীর বন্দর থানা পুলিশে সপোর্দ করে। আটক জীবন খুলনার রুপসা ব্রিজ এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। নির্যাতিতা ছাত্রী সাহেবের হাট ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

নির্যাতিতার মা জানান, আটককৃত জীবন তাকে ধর্ম মা ডাকে। এ সুবাদে তার বাড়িতে আশা-যাওয়া করতো। দুপুরে তাদের অনুপুস্থিতিতে তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি প্রতিবেশিরা জানতে পেরে তারা জীবনকে পুলিশের হাতে তুলে দেয়।

বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে