উপজেলা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর চরে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। লাশের সাথে থাকা মানিব্যাগ থেকে ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের একটি জন্মনিবন্ধন পাওয়া যায়। জন্মনিবন্ধনে গ্রামের নাম লতাবাড়ীয়া লেখা। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করে লাশের মানিব্যাগ থেকে পাওয়া জন্মনিবন্ধনটি মৃত যুবকের হবে।
স্থানীয়দের ধারণা হয়ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত কোন স্বজনের খোঁজ পাওয়া যায়নি।