রেজাউল ইসলাম,বরগুনা:

বরগুনা পাথরঘাটায় উপজেলায় নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে খালের পাড় থেকে মাটি খুঁড়ে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।মা-মেয়েকে গত বৃহস্পতিবার রাতে হত্যার পর বাড়ির পাশে মাটিচাপা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন সুমাইয়া আক্তার (১৮) ও তাঁর নয় মাসের কন্যাশিশু সামিরা আক্তার জুঁই। নিহত সুমাইয়া একই গ্রামের রিপন হোসেনের মেয়ে। এ ঘটনার পর থেকে সুমাইয়ার স্বামী শাহিন মুন্সি (২১) পলাতক।

এ ঘটনায় শাহিন মুন্সির মা শাহিনুর বেগম (৪৫) ও ফুপাতো ভাই ইমাম হোসেনকে (২৩) আটক করা হয়েছে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তারের বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি একই গ্রামে।বৃহস্পতিবার দুপুর বাবার বাড়িতে দাওয়াত খেতে যান সুমাইয়া।মেয়েকে শাহিন মুন্সি যেতে না দেওয়ায় একাই যেতে হয় সুমাইয়াকে। দাওয়াত খেয়ে স্বামীর বাড়ি ফেরেন তিনি।এরপর থেকে সুমাইয়া আক্তার,তাঁর মেয়ে সামিরা ও স্বামী শাহিন মুন্সি নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর আজ শনিবার সকালে স্থানীয়রা শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে তারা থানায় খবর দেয়। তারপর সেখানে এসে গর্ত খুঁড়ে দড়িতে হাত পা বাঁধা, ভাঁজ করা অবস্থায় মা ও মেয়ের লাশ বাড়ির পাশেই খালের পাড়ে থেকে উদ্ধার করা হয়।তবে এখনো শাহিন মুন্সির কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পলাতক।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা বামনা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার বলেন, নিখোঁজের সূত্র ধরে মা-মেয়ের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়েছে।তবে নিহত সুমাইয়ার স্বামী শাহিন মুন্সি পলাতক। তিনি আর বলেন,পুলিশ ঘটনার তদন্ত করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে