রেজাউল ইসলাম রেজা,উপজেলা প্রতিনিধি:
বরগুনায় অস্ত্র ও গুলিসহ রিপন নামের তালিকাভুক্ত এক মা’দক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌড়িচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রাম ঘরের মধ্যে লুকিয়ে থাকা খাটের নীচ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বরগুনা ডিবি পুলিশের ওসি আবুল বাশার। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে রিপন জানায় এই অস্ত্রটি কিছুদিন পূর্বে অভি তালুকদার নামের বরগুনার শীর্ষ সন্ত্রাসী তার কাছে রেখে গিয়েছিল। অভি তালুকদার বরগুনার ২৩ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অস্ত্রধারী রিপন মাদক কারবারী সহ বিভিন্ন চোরাচালান সংঘের সাথে জরিত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ডিবি ওসি আবুল বাসার।