নিজস্ব প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে ৪৫টি আর্থিক প্রতিষ্ঠান।
সোমবার (২৭শে জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় প্রথম থেকেই সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। দেশের মানুষ সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে বলেই সব সংকট মোবাকেলা সহজ হয়েছে।
বাঙ্গালী বীরের জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।