বন্ধু
শ্রী রাজীব দত্ত
বন্ধু মানে
ভাগ করে খাওয়া টিফিন
বন্ধু মানে
পাঁচিল টপকানোর মজা
বন্ধু মানে
ধরা পড়ে গিয়ে মার খাওয়ার সাজা।
শৈশব থেকে বৃদ্ধকাল,
প্রয়োজন নিষ্পাপ এক নির্লোভ মনের মানুষ
প্রকৃত বন্ধু যার নাম
শত বিপদেও
দিয়ে যাবে সে বন্ধুত্বের দাম।
জীবন যুদ্ধে প্রতিটা পদে
হোক না নতুন  কিছু শেখা
 সত্যি কারের বন্ধু কোথায়?
এই বন্ধুর মন বড় একা।
বন্ধু মানে
হয়তো কোন একদিন পড়ন্ত বিকেলে
মাঠ থেকে একসাথে ফেরা।
মাস্টারের মাইনে থেকে কিছু টাকা সরিয়ে রেখে
সন্ধ্যায় ভোজন করা।
হারিয়ে গেছে সেই অতীত গুলো
আজ ভার্চুয়াল এর যুগ
সফটওয়ারের এই দুনিয়াতে
কাঁধে কাঁধ মিলানোর নেই কোন সুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে