বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:

বজবজ ২নং ব্লকের নোদাখালি থানার অন্তর্গত মোহনপুর গ্ৰামের এক বাড়িতে আজ সকাল সাড়ে আটটার সময় পরপর তিন বার ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু’কিমি এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে এই ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বাড়ীর লোকজন কে কোথায় আছেন এখনও খোঁজ মেলেনি। বাড়ীটির ছাদ সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের এক জলাশয়ে পড়ে। দূরে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় মৃতদেহগুলি। একটি দেহ তো আগুনে পুড়তে দেখা গেছে। বারুদ বোঝাই তিনটি বড় ড্রাম বিস্ফোরণের ফলে এই বিধ্বংসী ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তও শুরু হয়েছে। তবে এলাকার মানুষের অভিযোগ যে, দীর্ঘদিন ধরে এলাকার নানা স্থানে এধরণের বেআইনি কার্যকলাপ চলছে। রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের তা অজানা নয়। বাজি তৈরির আড়ালে নাশকতা মূলক কোন অভিসন্ধি আছে কি না তা নিরপেক্ষ তদন্ত থেকেই জানা যাবে। এ ব্যাপারে নোদাখালি থানা উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। বাড়ির মালিক শম্ভুনাথ মণ্ডলকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে