বাগেরহাট প্রতিনিধি:

বঙ্গোপসাগরে জেলের জালে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার সকালে ইলিশটি বাগেরহাটের পাইকারি আড়ত কেবি বাজারে আবেদ আলীর আড়ত থেকে চড়া দামে কিনেছেন বাগেরহাটের শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু। সে ৫ হাজার ৩০০ টাকার বিনিময় মাছটি ক্রয় করে।

মাছ ক্রেতা মন্টু বলেন,প্রায়ই এই বাজারে আসি। বিগত বিশ বছরে কখনো এত্ত বড় মাছ দেখিনি। আজ বাজারে দেখি একটি মাছ নিয়ে অনেক ভিড়। কাছে গিয়ে দেখি বড় একটা ইলিশ মাছ। অনেকে দাম বলছে আমিও বলেছি শেষমেশ ৫ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করলাম।
এ ব্যাপারে জেলেরা বলেন, এ বছরের শুরু থেকে ইলিশের সাইজ ভালো ছিল। ১ কেজি, ১ কেজি ৫০০ গ্রামের মাছ আমরা সচারচর পেতাম। দুই কেজি ওজনের মাছ একটু কমই পাওয়া যায়।২ কেজি ৯০০ গ্রাম ওজনের যে ইলিশ মাছটি পেয়েছি এর আগে এ রকম মাছ আর কখনো পাই নি।

তবে জেলেরা জানিয়েছেন, এ বছর তারা তাদের আশা অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত  মাছ পায়নি।
বেশিরভাগ ট্রলার মালিককেই লোকসান গুনতে হবে এই সিজনে এমনটি দাবি করেছেন অনেক জেলে।

মা ইলিশ রক্ষার জন্য সরকারের ঘোষণা অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ ও বিপনন বন্ধ থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে