খুলনা প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রূপসা উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে গত ২৬ আগষ্ট দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি (ভার:) কর্মকর্তা হালিমা খাতুন বলেন, করোনা ভাইরাস তান্ডব চলাকালিন সময়ে জীবন ঝুঁকি নিয়ে ডিউটি করেছিলেন। এমন কিছু সংখ্যক আনসারদের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের ১২জন করে গরিব ও অসহায় আনসার ৫টি ইউনিয়নের ৬০জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপজেলা আনসার প্রশিক্ষক মো. বিপুল গাজী, ইউনিয়ন দলপতি মো. দেলোয়ার হোসেন, মো. আরিফুল ইসলাম, মাজাহারুল ইসলাম, সৈয়দ আজাহার আলী, বিনোদ কুমার হালদার, খাদিজা আক্তার, শাফিয়া পারভীন, শাহিনারা, শাহ নেওয়াজ ইসলাম, মুক্তামনি, সহকারী আনসার কমান্ডার আ: রব, মাসুদুর রহমান, মো. মহিবুল ইসলাম, দিদার, রাকিব, শরিফুল প্রমুখ।