রাজশাহী ব্যুরো:
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের (নারী ও পুরুষ) কাবাডি প্রতিযোগিতার শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। ডিআইজি বেলুন- ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী ও রাজশাহী জেলা কাবাডি সমিতির সভাপতি মোঃ ফিরোজ কবির মুক্তা।
উল্লেখ্য, কাবাডি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ছয়টি জেলার পুরুষ ও নারী টিম অংশগ্রহন করছে।