Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নির্মাণ কাজের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ৯৪ Time View

পানিসম্পদ রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নির্মাণকাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন।

অনুষ্ঠানে পানি ভবন, পর্যটন ভবন ও সিলেট ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘নদী আমাদের জীবন, নদী আমাদের প্রাণ। নদীকেন্দ্রিক অনেক প্রাকৃতিক পর্যটনের ‍সুবিধা থাকলেও আমরা তা কাজে লাগাতে পারিনি। তবে আমাদের সরকার এ নিয়ে কাজ করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রতিটি নদী ড্রেজিং করার পদক্ষেপ নিয়েছি। নৌপথগুলো পুনরায় ড্রেজিং করে আমরা চালু করেছি। আমাদের নৌ ঘাটগুলো উন্নত করে দিচ্ছি। নৌপথে চলাচল বা পণ্য পরিবহন সব চেয়ে নিরাপদ এবং সব থেকে সহজলভ্য। কম খরচে আমরা পণ্য পরিবহন করতে পারি।’

উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই যে স্থাপনা করা হোক না কেন জলাধার রাখতে হবে। উন্নত দেশে জলধার রেখেই তার উপর দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে। যা আমরাও শুরু করেছি।’

পানি ভবন নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন ‘পানি ভবন’র কাজ শুরু করি তখন আমিই এর নাম দিয়েছিলাম। আর বলেছিলাম সেখানে যেনো পানি থাকে। একটা জলাধার থাকে। সেভাবেই ডিজাইন করা হয়েছে। আসলে আমরা যেখানেই যে স্থাপনা করি না কেনো সেখানে যেনো একটা জলাধার থাকে। কারণ যখন বৃষ্টি হয়, সেই পানি যেনো ওই জলাধারে সংরক্ষণ করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া উচিৎ।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি ও স্যানিটেশনের আওতায় এসেছে। ঢাকা শহরে পানির সমস্যা দূর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।’

অনুষ্ঠানে ভূগর্ভের পানির ব্যবহার কমানোর নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

বঙ্গবন্ধুর ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নির্মাণ কাজের উদ্বোধন

Update Time : ০৭:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

পানিসম্পদ রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নির্মাণকাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন।

অনুষ্ঠানে পানি ভবন, পর্যটন ভবন ও সিলেট ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘নদী আমাদের জীবন, নদী আমাদের প্রাণ। নদীকেন্দ্রিক অনেক প্রাকৃতিক পর্যটনের ‍সুবিধা থাকলেও আমরা তা কাজে লাগাতে পারিনি। তবে আমাদের সরকার এ নিয়ে কাজ করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রতিটি নদী ড্রেজিং করার পদক্ষেপ নিয়েছি। নৌপথগুলো পুনরায় ড্রেজিং করে আমরা চালু করেছি। আমাদের নৌ ঘাটগুলো উন্নত করে দিচ্ছি। নৌপথে চলাচল বা পণ্য পরিবহন সব চেয়ে নিরাপদ এবং সব থেকে সহজলভ্য। কম খরচে আমরা পণ্য পরিবহন করতে পারি।’

উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই যে স্থাপনা করা হোক না কেন জলাধার রাখতে হবে। উন্নত দেশে জলধার রেখেই তার উপর দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে। যা আমরাও শুরু করেছি।’

পানি ভবন নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন ‘পানি ভবন’র কাজ শুরু করি তখন আমিই এর নাম দিয়েছিলাম। আর বলেছিলাম সেখানে যেনো পানি থাকে। একটা জলাধার থাকে। সেভাবেই ডিজাইন করা হয়েছে। আসলে আমরা যেখানেই যে স্থাপনা করি না কেনো সেখানে যেনো একটা জলাধার থাকে। কারণ যখন বৃষ্টি হয়, সেই পানি যেনো ওই জলাধারে সংরক্ষণ করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া উচিৎ।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি ও স্যানিটেশনের আওতায় এসেছে। ঢাকা শহরে পানির সমস্যা দূর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।’

অনুষ্ঠানে ভূগর্ভের পানির ব্যবহার কমানোর নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।