মোংলা প্রতিনিধি,মোহাম্মাদ আলী:

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে চৌধুরী মোড়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাগেরহাট জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস,এম কবির হোসেন, শেখ আল মামুন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, উৎপল মন্ডল, শ্রমিকলীগ নেতা নুর উদ্দিন আল মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন,বিএনপি জামায়াতসহ পাকিস্তানী দোসররা আবারও দেশকে অস্থিতিশীল করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন প্রকার অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ার দেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে