ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে উগ্র মৌলবাদীগোষ্ঠীর অপতৎপরতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কয ভাংচুরের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মৌলবাদি, ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতির ।
সোমবার সকাল সাড়ে ১০ টায় আদালত চত্বরের নতুন বার ভবনের সামনে সমিতির বিপুল সংখ্যক সদস্য এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। সমিতির সভাপতি খান আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এবং সিনিয়র আইনজীবী মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও পিপি এ্যাডঃ ইসমাইল হোসেন বাদশা, ঝিনাইদহ জজ কোটের জিপি ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবি এডভোকেট বিকাশ কুমার ঘোষ, এ্যাডঃআব্দুল খালেক সাগর, এ্যাডঃ সালমা ইয়াসমিন প্রমূখ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচীকে নস্যাত করার জন্য তার ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর অবস্থানে যাবে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান তারা।