নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৭ই মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশবিরোধী অপশক্তির চক্রান্ত এখনও চলছে। ৭ই মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যারা ৭ই মার্চ স্বীকার করে না তারা আসলে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।

এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর।

ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং  সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে