সিংড়া প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন বঙ্গবন্ধুর আর্দশ আমাদের মাঝে আছে, আজ বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু নিজের জীবনকে উৎসর্গ করেছেন শুধু দেশের মানুষের জন্য, তিনি নিজের পরিবারের কথা চিন্তা না করে তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন, নিজের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের সেবক।আমৃত্য আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলতে চাই।

রবিবার বিকেলে নাটোরের সিংড়া পৌরসভার ৮,৯ ও ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী উপরিক্ত কথা বলেন।

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গোলই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাসান ইমাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে