বিশেষ প্রতিনিধি বগুড়া:

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বগুড়া পুলিশ লাইনস এর পিছন দিকে লতিফপুর মধ্যপাড়াস্থ জনৈক মোঃ আলমগীর হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল মমিন (৩৯), পিতা-মোঃ আব্দুল মোকসেদ, সাং-লতিফপুর (মধ্যপাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া’কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল, এবং ০১ টি সীমকার্ডসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে