বিশেষ প্রতিনিধি, বগুড়া:

বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ ফেব্রæয়ারি ২০২১ ইং তারিখ রাত ২১.০০ ঘটিকার সময় বগুড়া জেলার আদমদিঘী থানাধীন আদমদিঘী বাজারস্থ সুইট লাইফ কফি হাউস নামক খোলা হোটেলে কতিপয় ব্যক্তি প্রকাশ্যে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করে ১। মোঃ রুহুল আমিন (২২), পিতা- মোঃ নুর ইসলাম, সাং-কুসুম্বী (পূর্বপাড়া), ২। রনি (২৫), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-ডুমরিগ্রাম (স্কুল মাঠ), ৩। মোঃ নাঈম হোসেন (২৫), পিতা- মোঃ আঃ জলিল, সাং- কুসুম্বী (সোনারপাড়া), সর্ব থানা- আদমদিঘী, জেলা- বগুড়া, ৪। মোঃ রাহাত বাবু (২৮), পিতা-রঞ্জু সরদার, সাং-নারহট্ট (সরদার পাড়া), থানা- কাহালু, জেলা- বগুড়া এবং ৫। মোঃ মমিনুল হক (২১), পিতা- আমানুল হক, সাং-কয়া ভবানীপুর (মন্ডল পাড়া), থানা-বদলগাছি ও জেলা-নওগাঁদের’কে সর্বমোট=১৭,০০০ (সতের হাজার) টাকা, ০৬ টি মোবাইল, ০৮ টি সীমকার্ড এবং ০২ সেট তাসসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদিঘী থানায় সোপর্দ করা হয়েছে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে