মোঃ বেলাল হোসেন,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া মেডিকেল কলেজে বাংলাদেশ ছাত্রলীগ শাখার কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার জন্য সোমবার, ৩১ মে ২০২১ ইং তারিখে নতুন করে কমিটি গঠন করা হয় এবং আগের কমিটির মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়।
সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হোন আতিকুর রহমান আসিফ। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে তিন জনকে নিযুক্ত করা হয় যথাক্রমে অনিক কুমার কুন্ডু, নাঈম মাহমুদ নিশাদ ও রাব্বি হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হোন মোফাজ্জেল হোসাইন রনি এবং দুইজন যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হোন মেহেদি হাসান ও আব্দুল হাকিম। এছাড়া কমিটির দুজন সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হোন রোবায়েদ মাহমুদ রাজন ও মোরশেদ রাব্বি।