Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া – নাটোর হাইওয়ে রাস্তাটি এখন যমদূত!

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ৬৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:

সংস্কারের অভাবে বেহাল দশা বগুড়া -নাটোর রোডের গুরুত্বপূর্ণ রাস্তাটি। বগুড়া থেকে জামতলি পর্যন্ত প্রায় ৪০ কিঃমিঃ পুরো রাস্তাটির চরম বাজে অবস্থা। গোটা রাস্তার অনেক জায়গায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয় যেটা এই রাস্তা দিয়ে যারা চলাচল করে একমাত্র তারাই বলতে পারবে। আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুষ্কর। এই রাস্তাটির যেন কোন অভিভাবক নেই।

প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী লাখো মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য বাস, মিনিবাস,মাইক্রো, কার,সিএনজি, ট্রাক,ভ্যান, মোটরসাইকেল, পিকআপ ইত্যাদি ইত্যাদি।

রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটছে বড়ছোট মারাত্মক দূর্ঘটনা। আবার রাস্তার এই বেহাল দশার কারণে অনেক সময় নষ্ট হয় এবং যানবাহনের অবস্থাও খারাপ হয়ে যায়। বলতে গেলে বছরের ১২ মাসই এই রাস্তার করুণ দশা থাকে।

বগুড়া থেকে নাটোর,রাজশাহী,চাঁপাই, পাবনা,খুলনা, যশোর যাওয়ার একমাত্র রাস্তা এটি তাই রাস্তাটি অধিক গুরুত্বপূর্ণ এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ভিআইপিদের যাতায়াত তারপরও রাস্তাটির এই অবস্থা যা মানুষকে ভাবিয়ে তুলেছে। অথচ এই রাস্তাটি ফোর লেন হওয়ার কথা।
কিন্তু এই হাইওয়ে রাস্তাটি অন্যান্য হাইওয়ের চেয়ে অনেক সরু যা গাড়ি ক্রসিং এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা। সেইসাথে রাস্তার দুইপাশ দিয়ে অনেক দোকানপাট এবং এই ৪০ কিঃমিঃ রাস্তা অতিক্রম করতে অনেকগুলো বড় বড় হাট বাজার পাওয়া যায়। রাস্তার প্রশস্ততা অনেক কম হওয়ার কারণে প্রায়শই জ্যাম-যট লক্ষ্য করা যায়।

সড়ক ও জনপদ বিভাগ, বগুড়া অফিসে যোগাযোগ করে জানা যায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়ক এবার জাতীয় মহাসড়কে উন্নীত হচ্ছে। যানবাহন চলাচলের সুবিধার্ধে ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুট চওড়া করা হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে কাজ শুরু হতে বিলম্বিত হয়েছে তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে।

তাই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অতিদ্রুত সুপরিকল্পিতভাবে মেরামত ও সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।
রাস্তাটি অতিদ্রুত সংস্করণ ও মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।যেন অতিদ্রুত রাস্তাটি সংস্করণ ও মেরামত করে ভুক্তভোগীদের ভোগান্তি দূর করা এবং অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা রোধ করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

বগুড়া – নাটোর হাইওয়ে রাস্তাটি এখন যমদূত!

Update Time : ০৫:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সংস্কারের অভাবে বেহাল দশা বগুড়া -নাটোর রোডের গুরুত্বপূর্ণ রাস্তাটি। বগুড়া থেকে জামতলি পর্যন্ত প্রায় ৪০ কিঃমিঃ পুরো রাস্তাটির চরম বাজে অবস্থা। গোটা রাস্তার অনেক জায়গায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয় যেটা এই রাস্তা দিয়ে যারা চলাচল করে একমাত্র তারাই বলতে পারবে। আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুষ্কর। এই রাস্তাটির যেন কোন অভিভাবক নেই।

প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী লাখো মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য বাস, মিনিবাস,মাইক্রো, কার,সিএনজি, ট্রাক,ভ্যান, মোটরসাইকেল, পিকআপ ইত্যাদি ইত্যাদি।

রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটছে বড়ছোট মারাত্মক দূর্ঘটনা। আবার রাস্তার এই বেহাল দশার কারণে অনেক সময় নষ্ট হয় এবং যানবাহনের অবস্থাও খারাপ হয়ে যায়। বলতে গেলে বছরের ১২ মাসই এই রাস্তার করুণ দশা থাকে।

বগুড়া থেকে নাটোর,রাজশাহী,চাঁপাই, পাবনা,খুলনা, যশোর যাওয়ার একমাত্র রাস্তা এটি তাই রাস্তাটি অধিক গুরুত্বপূর্ণ এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ভিআইপিদের যাতায়াত তারপরও রাস্তাটির এই অবস্থা যা মানুষকে ভাবিয়ে তুলেছে। অথচ এই রাস্তাটি ফোর লেন হওয়ার কথা।
কিন্তু এই হাইওয়ে রাস্তাটি অন্যান্য হাইওয়ের চেয়ে অনেক সরু যা গাড়ি ক্রসিং এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা। সেইসাথে রাস্তার দুইপাশ দিয়ে অনেক দোকানপাট এবং এই ৪০ কিঃমিঃ রাস্তা অতিক্রম করতে অনেকগুলো বড় বড় হাট বাজার পাওয়া যায়। রাস্তার প্রশস্ততা অনেক কম হওয়ার কারণে প্রায়শই জ্যাম-যট লক্ষ্য করা যায়।

সড়ক ও জনপদ বিভাগ, বগুড়া অফিসে যোগাযোগ করে জানা যায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়ক এবার জাতীয় মহাসড়কে উন্নীত হচ্ছে। যানবাহন চলাচলের সুবিধার্ধে ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুট চওড়া করা হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে কাজ শুরু হতে বিলম্বিত হয়েছে তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে।

তাই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অতিদ্রুত সুপরিকল্পিতভাবে মেরামত ও সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।
রাস্তাটি অতিদ্রুত সংস্করণ ও মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।যেন অতিদ্রুত রাস্তাটি সংস্করণ ও মেরামত করে ভুক্তভোগীদের ভোগান্তি দূর করা এবং অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা রোধ করা যায়।