বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের উপশহর এলাকার ১৩নং রোডের ৬নং বাসার নিচতলার ভাড়া বাসা থেকে ৮১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছেন আরিফিন হক সরকার সেতু (২৮) ও অপর সহযোগী ইকবাল হোসেন (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী।
শুক্রবার সকাল ১০ টায় খবর পেয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, এস আই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আসামীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোছাঃ আরিফিন হক সরকার সেতু বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি বাবুপাড়া সরকার বাড়ীর মৃত রফিকুল হক সরকারেরর মেয়ে এবং ইকবাল হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর (মজু পাটোয়ারের বাড়ী, ওয়ার্ড নং- ০৭) এলাকার হাজী শহিদুল্লাহ মাষ্টার এর ছেলে। গ্রেফতারকৃত সেতুর স্বামীও মাদক মামলায় বগুড়া কারাগার হাজতে বন্দী আছেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়েছে।