আনোয়ার হোসেন, বগুড়া :
বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে ছাত্রলীগ শাখার বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত।
আজ ২৩ শে মার্চ ২০২২ ইং তারিখ বুধবার দুপুর ৩ঃ০০ ঘটিকায় সরকারি শাহ্ সুলতান কলেজে বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক এবং কর্মীসভার সঞ্চালনায় থাকেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাব্বী স্বাধীন। এছাড়া উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহ্ সুলতান কলেজ শাখার সাবেক সহ-সভাপতি ইমন শেখ ও সাবেক সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি উত্তম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার (মৃদুল), ছাত্রলীগ নেতা আহসান হাবিব রকি ও শাহরিয়ার আহমেদ রাসেল সহ বেশ কয়েকজন ছাত্রনেতা।
ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক তার সমাপনী বক্তব্যে সকল ছাত্রলীগ নেতাদের উক্ত কলেজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আহবান জানান।