মোঃ মাসুদ রানা (ক্রাইম রির্পোটার বগুড়া জেলা):
বগুড়ায় রাবের অভিযানে ২৯৪ গ্রাম হেরোইন ও ৯৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানা এলাকায় ০৩ জন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০২ আগষ্ট ২০২২ ইং তারিখ সময় বিকাল ১৮.০০ ঘটিকায় গুড়া জেলার সদর থানাধীন চকসুত্রাপুর কসাইপাড়াস্থ জনৈক মোঃ নওশাদ আলী (৩২), পিতা-মৃত মতি মন্ডল, সাং-চকসুত্রাপুর কসাইপাড়া, থানা ও জেলা বগুড়া এর বসত বাড়ীর গেইটের সামনে গলির উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শাহীন আলী (২৬), পিতা- মোঃ আরশাদ আলী, সাং-সিএন্ডবি, থানা- গোদাগাড়ি, জেলা-রাজশাহী, ২। মোঃ নওশাদ আলী (৩২), পিতা-মৃত মতি মন্ডল, সাং-চকসুত্রাপুর কসাইপাড়া, থানা ও জেলা বগুড়া, ৩। মোঃ রাজু আলী (২৫), পিতা-মোঃ সাজেমান আলী, সাং-রামনগর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের’কে সর্বমোট=২৯৪ গ্রাম হেরোইন, ৯৭ পিস ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।