প্রতিনিধি বগুড়া, মোঃ বেলাল হোসেন:
র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্পের আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১২ মে ২০২১ ইং তারিখ দুপুর ১৩.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের সামনে বনানী ২য় বাইপাস সড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনের সময় মাদক ব্যবসায়ী ০১। মোঃ জুয়েল রানা (৩০), পিতা-ইসতাব আলী, সাং-জোড়াপাম্প পল্লিবিদ্যুৎ, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ০২। মোঃ জসিম (৩৬), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-বাদে কলমেশ্বর, থানা-গাছা, জেলা-গাজীপুর মেট্রো ০৩। মোঃ রাসেল (২২), পিতা-মোঃ আঃ লতিফ মিয়া, সাং-আদাবইয়ি পেয়ারা বাগান, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর মেট্রো এবং ০৪। ড্রাইভার মোঃ কামরুল হাসান (৩০), পিতা- আঃ রহমান, সাং-রয়রা, থানা-কতোয়ালি, জেলা-ময়মনসিংহদেরকে মোট= ২৪৪ (দুইশত চুয়াল্লিশ) বোতল ফেন্সিডিল, ০১ টি প্রাইভেট কার (সময় ঢাকা মেট্রো-গ-২৮-৬৪০০), ০৬টি মোবাইল, ১১ টি সীমকার্ড এবং নগদ ৮৪০০/- (আট হাজার চারশত) টাকাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।