আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
বগুড়ায় দিনের বেলায় মহাসড়কে মোজাফ্ফর আলী (৫৫) বাবা হুজুর নামের এক কওমী মাদ্রাসার শিক্ষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বিরগ্রাম জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত মোজাফ্ফর আলী (বাবা হুজুর) নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ লয়দাপাড়া গ্রামের মৃত আবু সাঈদ আলীর ছেলে।
সুকাশ ইউনিয়নের সাবেক মেম্বার খলিলুর রহমান বলেন, মোজাফ্ফর আলী পেশায় তান্ত্রিক কবিরাজ ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাফ্ফর আলী একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে বিরগ্রাম জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেল যোগে আসা দুইজন সন্ত্রাসী অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা সশস্ত্র হামলা করে মোজাফ্ফর আলীর ওপর। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে মোজাফ্ফর আলী মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা চলে যায়।
স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাফ্ফর আলীকে মৃত ঘোষনা করেন।