বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার ২০’নং ওয়ার্ডের বার বার নিবাচিত কাউন্সিলর মোঃ রোস্তম আলীর উট পাখি মার্কার পক্ষে প্রচারণায় জনতার ঢল।
প্রায় ২৫ হাজার ভোটারের আস্থাভাজনে পরিণত কাউন্সিলর এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যয়ে আবারো মাঠে নেমেছেন।
আসছে ২৮ ফেব্রুয়ারী বগুড়া পৌরসভার নিবাচনে এলাকার নারুলী, ইছাইদহ, আকাশতারা, সাবগ্রাম, ধাওয়াপাড়া, বুজরুকবাড়িয়া, নাটাইপাড়ার ৯টা ভোট কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হবে।
তবে এলাকার অবহেলিত মানুষের উন্নয়নে তিনি সেলাই প্রশিক্ষণ, যুবসমাজ ও বেকারদের উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ, মৎস্যচাষসহ বিভিন্ন ধরনের কাযক্রম করে তাদের ভাগ্যের উন্নয়ন করতে চান।