মোঃআনোয়ার হোসেন :
বগুড়ায় বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শাহ্ সুলতান কলেজ শাখার বিভাগীয় কমিটির অনুমোদন দিয়েছে উক্ত কলেজ ছাত্রলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ বুধবার, ২০ এপ্রিল ২০২২ ইং তারিখে সরকারি শাহ্ সুলতান কলেজের ইংরেজি, গনিত, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা মোট চারটি বিভাগে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় উক্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাব্বী স্বাধীন।
ইংরেজি বিভাগের আংশিক কমিটিতে থাকেন সভাপতি এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক ও সিহাবুর রহমান সৌরভ। এছাড়া কমিটির সহ-সভাপতি সপ্তম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবিব হাসান এবং সাংগঠনিক সম্পাদক সিহাব হাসান ও রনি পারভেজ। গনিত বিভাগের আংশিক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র ও রাসেল আহম্মেদ। সহ-সভাপতি তরুণ দেবনাথ,  যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও পল্লব মোহন্ত। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এনামুল হক ও জোবাইদুল ইসলাম।ব্যবস্থাপনা বিভাগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সুমন মহন্ত। এছাড়া কমিটির সহ-সভাপতি সুমন চন্দ্র প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদি রহমান রিদয় এবং সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম ও অনিক মুন্সি।
বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করা বাংলাদেশ ছাত্রলীগ কে আরো অগ্রসর ও গতিশীল করার লক্ষ্যে এবং কলেজের শিক্ষার্থীদের সব রকম সুযোগ সুবিধা ও যেকোনো সমস্যা দ্রুত নিষ্পত্তি করার জন্যই বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আতিকুর রহমান আতিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে