মোঃ আল রবি সিদ্দিক:
প্রতিদিনের মতো বগুড়ায় আজও ৮৫ জন এর দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ ১৮ এপ্রিল ২০২১ রবিবার বগুড়া সিভিল সার্জন  অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান যে, জেলায়  গত ২৪ ঘন্টায় অর্থাৎ এপ্রিল ১৭, ২০২১ ইং তারিখের মোট ২১৯ টি নমুনা পরিক্ষায় নতুন করে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। আজকের তথ্যমতে করোনা রোগীর অবস্থান উপজেলা ভিত্তিক তাদের অবস্থান লক্ষ্য করলে দেখা যায়, প্রথম স্থানেই রয়েছে বগুড়া সদর উপজেলা। করোনা শনাক্তের ৮৫ জন সংক্রমিতদের মধ্যে বগুড়া সদরের ৮১ জন। অন্যদিকে আদমদিঘী উপজেলায় দুই জন এবং সোনাতলা ও শাজাহানপুর উপজেলায় একজন করে সংক্রমিত হয়।
এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১৩৫০ জনে। নতুন করে ১২ জন সুস্থ হওয়ায় এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০০৬৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অপরিবর্তনীয় অবস্থানে রয়েছে এবং এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। জেলায় বর্তমান করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬৪ জনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে