বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বটতলায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সকাল ৮ টায় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় ও শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই প্রতিপাদ্যে বুধবার (১৭ মার্চ) সকাল ৯’টার দিকে বগুড়া জিলা স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের করা হয়।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানের শুরুতেই কেক কর্তণের মাধ্যমে ফেস্টুন উড়িয়ে উৎসবের শুচনা করেন অতিথি এবং বয়োজকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সহসভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর থানার ওসি হুমায়ন কবির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা।
পরে শিক্ষার্থীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসনের স্কুল পরিচালনা কমিটি। সার্বিক সহযোগীতায় ছিলেন বগুড়া জিলা স্কুল।
এ সময় বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, পৌরা বাংলা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইউনাইটেড পাবলিক স্কুল, টিএমএসএস দাখিল মাদরাসা, টিএমএসএস অটিজম স্কুলসহ প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাটি শহরের থানা মোড় হয়ে চাঁদনী বাজার সড়ক ঘুরে বগুড়া জিলা স্কুলে এসে শেষ হয়। এ ছাড়া জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।