উত্তরের প্রবেশদ্বার বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ভুগে ১৬৮ জনের প্রাণহানি ঘটল। আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, ‘জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পাঠানো ২৯৩ জনের নমুনায় ২৭ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত ১৩ জনের নমুনায় ৩ জনের করোনা শনাক্ত হয়।’

নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ, ১০ জন নারী ও বাকি দুইজন শিশু। এর মধ্যে সদরে ২৭, শাজাহানপুর ২ জন এবং নন্দীগ্রামের একজন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৩ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৫৮ জন রোগী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে