মোঃ বেলাল হোসেন, বগুড়া:
বগুড়ায় আজ ৩৪ জন এর দেহে করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন শাজাহানপুর উপজেলার ৩২ বছর বয়সী এক তরুনী।
আজ ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার বগুড়া সিভিল সার্জন  অফিস থেকে  বিষয়টি নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান যে, জেলায়  গত ২৪ ঘন্টায় অর্থাৎ ২২শে এপ্রিল ২০২১ ইং তারিখের মোট ২২০ টি নমুনা পরিক্ষায় আবারও ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০১ টি নমুনা পরিক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ এসেছে এবং টিএমএসএস এ ১৯ টি নমুনা পরিক্ষায় ৩ জনের করোনা পজিটিভ এসেছে। মোট ৩৪ জন করোনা রোগীর মধ্যে বগুড়া সদরের রয়েছেন ৩১ জন এবং বাকি ৩ জন অন্যান্য উপজেলার। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাড়িয়েছে ১১ হাজার ৬৩০ জনে। নতুন করে ৪৩ জন সুস্থ হওয়ায় এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ২৭২ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক এবং এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮৪ জন। জেলায় বর্তমান করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৭৪ জনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে