বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ নারী ও দুই শিশুসহ ৭১ জন আক্রান্ত হয়েছেন।
এ সময়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। নতুন করে তিনজনসহ মোট মারা গেছেন ৭৮ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে পাওয়া ফলাফলে ৫৫ জন করোনা শনাক্ত হন।
টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন পজিটিভ হয়েছেন। দুটি ল্যাবের ফলাফলে আক্রান্ত হয়েছেন ৭১ জন। এর মধ্যে ৫৮ জন পুরুষ, ১১ জন নারী ও ২ জন শিশু।
আক্রান্তদের মধ্যে সদরে ৫৫ জন, শেরপুরে ৮ জন, সোনাতলায় ৩ জন, শাজাহানপুরে ২ জন এবং শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে ১ জন করে। এ নিয়ে ১ এপ্রিল থেকে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন, ৪ হাজার ৫১ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫ জন। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯০৮ জন।