মোছাব্বর হাসান মুসা, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে জননেতা আব্দুল মান্নান এমপি’র ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আব্দুল মান্নানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৮ জানুয়ারী সকাল ১০ টায় কবর জিয়ারতের পরে সারিয়াকান্দি পাবলিক মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল। স্মরণ সভা পরিচালনা করেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নবনির্বাচিত পৌরসভা’র মেয়র মতিউর রহমান মতি।
স্মরণ সভা শেষে মরহুম আব্দুল মান্নান এমপি’র আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী বিল্লাল হোসেন। এসময় কৃষিবিদ ও সরকারী বেসরকারি কর্মকর্তা, হাজার হাজার মুসুল্লি এবং আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক মরহুম আব্দুল মান্নান এমপির কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানান। এ সময় তার সাথে থাকা নেত্রীবৃন্দকে নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।